‘আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’, এই গান গেয়েই জগত জোড়া খ্যাতি বীরভূমের দুবরাজপুরের ভুবন বাদ্যকরের। বাংলার গণ্ডি পার করে ‘কাঁচা বাদাম’ গান এখন ছড়িয়ে পড়েছে দেশে বিদেশে। গ্রাম বাংলার সাধারণ বাদাম বিক্রেতাকে এখন সবাই চেনে এক ডাকে, ভুবন বাদ্যকর। মাটির বাড়ি ছেড়ে এখন রীতিমতো 'রাজমহল'-এ থাকছেন বাদাম কাকু। ভুবন বাদ্যকর এই বাড়ি তৈরিতে খরচ করেছেন লাখ লাখ টাকা, ঘুরে দেখুন সেই বাড়ির অন্দরমহল।