বাংলা নিউজ > দেখতেই হবে > বায়োস্কোপ > ‘সুইসাইড একটা সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়েছে’,সুশান্তের আত্মহত্যা প্রসঙ্গে স্বস্তিকা

‘সুইসাইড একটা সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়েছে’,সুশান্তের আত্মহত্যা প্রসঙ্গে স্বস্তিকা

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবর সামনে আসবার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে কাদা ছোড়াছুঁড়ি। অভিনেতার মৃত্যুর জন্য বলিউডের বেশ কিছু নামী প্রযোজনা সংস্থা ও তারকাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন নেটিজেনরা। সুশান্তের আত্মহত্যার নিয়ে সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় যে কাটাছেঁড়া চলছে তাতে ক্ষুদ্ধ স্বস্তিকা মুখোপাধ্যায়। সুশান্তের সঙ্গে ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী এবং দিল বেচারা ছবিতে কাজও করেছেন স্বস্তিকা। তাঁর প্রশ্ন, যে স্টারকিডদের দিকে আঙুল তোলা হচ্ছে তাঁদের ছবি টিকিট কেটে হলে কারা দেখতে যাচ্ছেন? পাশাপাশি অভিনেত্রীর দাবি নেপোটিজম সমাজের সবক্ষেত্রে রয়েছে। তাই শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে সব নেগেটিভ,সব খারাপ এমনটা ভাববার কোনও কারণ নেই।