Sushmita Sen: ম্যাসিভ হার্ট অ্যাটাকের দু-সপ্তাহ পরেই ফ্যাশন ব়্যাম্পে সুস্মিতা, দেখুন ভিডিয়ো Updated: 11 Mar 2023, 10:32 PM IST লেখক Priyanka Mukherjee মুম্বই-এ আয়োজিত ল্যাকমে ফ্যাশন উইকের ব়্যাম্পে হাঁটলেন সুস্মিতা সেন। পরনে অনুশ্রী রেড্ডির ডিজাইন করা হলুদ লেহেঙ্গা। হার্ট অ্যাটাকের পর সবে দু-সপ্তাহ পেরিয়েছে, ইতিমধ্যেই কাজের দুনিয়ায় ফিরলেন এই বঙ্গ সুন্দরী