স্বস্তিকা মুখোপাধ্যায়। টলিগঞ্জের এই চর্চিত অভিনেত্রী এখন গোটা দেশে চর্চার কেন্দ্রবিন্দুতে,সৌজন্যে আমাজন প্রাইমের নতুন ওয়েব সিরিজ পাতাল লোক। যা প্রযোজনার দায়িত্বে রয়েছেন অনুষ্কা শর্মা। স্বস্তিকা থেকে ডলি মেহরা হয়ে উঠবার সফর, পাতাল লোকের সাফল্য থেকে মুম্বইয়ে লকডাউনে কাটানো দুমাস-সব কিছু নিয়ে হিন্দুস্তান টাইমস ডিজিটালের সঙ্গে আড্ডা দিলেন স্বস্তিকা। কথা বললেন আমফান পরবর্তী কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিপর্যস্ত অবস্থা নিয়েও।মুম্বইয়ে থাকলেও আমফান বিধ্বস্তদের সহায়তা করা থেকে দূরে নেই অভিনেত্রী। বোন অজপা মুখোপাধ্যায় ও পরিবারের অন্য সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় ত্রাণ পৌঁছে দিচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগণার প্রত্যন্ত এলাকাগুলোতে।