বাংলা নিউজ > দেখতেই হবে > বায়োস্কোপ > Uorfi Javed: অদ্ভূত পোশাকের ফাঁকে উরফির হাত খুঁজতে ব্যস্ত নেটপাড়া, মন জিতলেন 'ভাইরাল কুইন'

Uorfi Javed: অদ্ভূত পোশাকের ফাঁকে উরফির হাত খুঁজতে ব্যস্ত নেটপাড়া, মন জিতলেন 'ভাইরাল কুইন'

Uorfi Javed: আবারও উদ্ভট পোশাকে মুম্বইয়ের রাস্তায় উরফি জাভেদ। ফের বিগ বস ওটিটি খ্যাত তারকার ফ্যাশন চয়েস দেখে চোখ কপালে নেটিজেনদের, অনেকেই 'ময়ূর'-এর সঙ্গে তুলনা টানল উরফির। আকাশি-নীল রঙা ফোলা টপে শরীরে ঢেকেছেন অভিনেত্রী, হাতও ভিতরে ঢোকানো। নড়াচড়া করতেই পারছেন না সঠিকভাবে, এর মাঝেই উরফির এই দিলদরিয়া আচরণ সবার মন জিতে নিল। কী এমন করলেন ভাইরাল কুইন?