Updated: 10 May 2023, 11:58 PM IST
লেখক Priyanka Mukherjee
আগামী ১২ মে মুক্তি পাচ্ছে 'ফাটাফাটি'। প্রথমবার রুপোলি পর্দায় জুটিতে আবির-ঋতাভরী। হাতে আর মাত্র দু-দিন, তার আগে মুম্বইতে হয়ে গেল ছবির স্পেশ্যাল স্ক্রিনিং। ছবিতে প্লাস সাইজ মডেলের চরিত্রে রয়েছেন নায়িকা। বিদ্যা বালানের সঙ্গে ঋতাভরীর তুলনা টানল মুম্বইয়ের মিডিয়া।