বাংলা নিউজ >
দেখতেই হবে >
Bakri Eid 2024: পালিত হল ইদ-অল-আদাহ! দেখে নিন দেশের নানা প্রান্তের উদযাপনের ছবি
Updated: 17 Jun 2024, 08:18 PM IST
Sayani Rana
এবছর ভারতে ইদ-অল-আদাহ বা বকরি ইদ পালিত হল ১৭ জুন, সোমবার। ইদের আনন্দে মেতে উঠেছেন দেশবাসী। দিল্লি থেকে কেরল, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর সব জায়গায়তেই ছিল উৎসবের মেজাজ। সকাল সকাল নমাজ পাঠের ছবি দেখা যায় দেশের নানান প্রান্তে। কেরলে অভিনেতা মামুট্টিকেও দেখা গেল উৎসবের মেজাজে। বিজেপি নেতা মুখতার আব্বাস নকভিও দিল্লিতে মেতে উঠেছেন উৎসবের মেজাজে।দেশবাসীকে বকরি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।