হাগদা গ্রামে পোস্টমাস্টার হয়ে আসেন দামোদর দাস। তাঁ... more
হাগদা গ্রামে পোস্টমাস্টার হয়ে আসেন দামোদর দাস। তাঁর সঙ্গে জড়িয়ে যায় গ্রামের মেয়ে মঞ্জরীর জীবন। কিন্তু একটি চিঠিই দামোদর ও মঞ্জরীর জীবন বদলে দেয়। কীভাবে বদলে যাবে তাঁদের জীবন? কী-ই বা ঘটবে! তা 'ডাকঘর'-এর স্ট্রিমিং শুরু হলে তবেই বোঝা যাবে। হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে কথা বলার সময় 'মঞ্জরী'-কে নিয়ে কথা বললেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।