বাংলা নিউজ > দেখতেই হবে > আমাকে একসময় ফ্ল্যাট TV বলা হয়েছে, যেন কেউ খেয়ে নিয়েছে এমনও শুনেছি: ঋতাভরী

আমাকে একসময় ফ্ল্যাট TV বলা হয়েছে, যেন কেউ খেয়ে নিয়েছে এমনও শুনেছি: ঋতাভরী

হাতে আর কয়েকটা দিন। আগামী ১২ মে মুক্তি পাচ্ছে ঋতাভরী-আবির জুটির 'ফাটাফাটি'। তাই আপাতত ছবির প্রচারের জন্য দৌড়ঝাঁপের মধ্যেই কাটছে ঋতাভরী চক্রবর্তীর সময়। তারই ফাঁকে গাড়িতে যেতে যেতেই হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে কথা বললেন পর্দার 'ফুল্লরা'।