বাংলা নিউজ >
দেখতেই হবে >
'রবি শর্মা' নামে জাল পরিচয়..পার্কস্ট্রিট থেকে গ্রেফতার বাংলাদেশের BNP নেতা
Updated: 30 Nov 2024, 10:14 PM IST
Laxmishree Banerjee
কলকাতার পার্কস্ট্রিট অঞ্চল থেকে গ্রেফতার বাংলাদেশের BNP নেতা। তাঁকে নিয়ে আসা হল ব্যাঙ্কশাল আদালতে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পুলিশ গ্রেফতার করে তাঁকে। নিজেকে রবি শর্মা বলে দাবি করলেও, স্থানীয় ইসলামিয়া হোটেলে খাওয়া দাওয়া করতেন তিনি। ধৃতের কাছ থেকে ‘রবি শর্মা’ নামে ভারতীয় পাসপোর্ট, ভারতীয় আধার কার্ড ও প্যান কার্ড উদ্ধার হয়েছে। পাসপোর্টে উল্লেখ রয়েছে, তাঁর জন্ম রাজস্থানের জয়পুরে। পাসপোর্ট জারি হয়েছে দিল্লি থেকে। জানা গিয়েছে, ধৃতের আসল নাম সেলিম মাতব্বর।