Updated: 30 Jun 2022, 08:34 PM IST
লেখক Sritama Mitra
জীবনের সবচেয়ে দামি মুহূর্তে নিজের বাবা মাকে পাশে প... more
জীবনের সবচেয়ে দামি মুহূর্তে নিজের বাবা মাকে পাশে পেতে কে না চান! বিয়ের দিন বাবা ও মাকে পাশে পাওয়া সব সন্তানেরই আকাঙ্খা থাকে। তেলাঙ্গানার এই কনের বিয়েতে তাঁর ইচ্ছা পূরণ করতে এগিয়ে এলেন ভাই। প্রয়াত বাবার মোমের মূর্তি তৈরি করে বোনকে বিয়েতে দিলেন উপহার। বাবার মূর্তি দেখে বিয়ের আসরে কান্নায় ভেঙে পড়েন কনে। চোখের জল ধরে রাখতে পারেনি মাও। আশপাশে সকলেই তখন আবেগে ভাসছেন। তারই মাঝে বোনের প্রতি ভাইয়ের এই অগাধ ভালবাসাকে সকলেই কুর্নিশ করে যাচ্ছেন। নেটিজেনরাও এই ঘটনায় আবেগাপ্লুত। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে কমেন্ট করেছেন।