বাংলা নিউজ >
দেখতেই হবে >
Holong Bunglow Fire Video: রাতের অন্ধকারে নিমেষে পুড়ে ছাই ডুয়ার্সের হলং বনবাংলো
Updated: 19 Jun 2024, 12:06 PM IST
Sritama Mitra
রাতের অন্ধকারে আগুন লাগল উত্তরবঙ্গের ডুয়ার্সের হলং বাংলোতে। নিমেষে আগুনে পুড়ে শেষ হয়ে যায় বাংলোটি। ভ্রম পিপাষুদের কাছে এই বাংলোর 'আবেগ' আলাদা। তবে এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর মেলেনি। ঘটমাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন গেলেও হলং বাংলোকে আর রক্ষা করা যায়নি। দমকল পৌঁছতেই আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার রাতে রাত সাড়ে নটা নাগাদ জলদাপাড়া জাতীয় উদ্যানের ভিতরে থাকা কাঠের এই বাংলোটিতে আগুন ধরে যায়।