Updated: 21 Mar 2022, 08:44 PM IST
লেখক Sritama Mitra
স্থানীয় বাসিন্দাদের নজরে বিষয়টি আসে রাত ২ টো নাগাদ... more
স্থানীয় বাসিন্দাদের নজরে বিষয়টি আসে রাত ২ টো নাগাদ। সেখানে তাঁরা কালো ধোঁয়া দেখতে পান। এরপর বাইরে বের হতেই দেখেন এলাকা জুড়ে ছড়িয়েছে ধোঁয়া। ঘটনা ডুয়ার্সের মাল মহকুমার অন্তর্গত ক্রান্তি ব্লকের ধনতলা বাজারের। সেখানে রাতের অন্ধকারে বিধ্বংসী আগুনে নিমেষে পুড়ে ছাই হয় ৮ টি দোকান। কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের ফলেই এই ঘটনা ঘটেছে।