বাংলা নিউজ >
দেখতেই হবে >
Fire in Kumbhmela 2025: কুম্ভমেলায় আগুন! প্রয়াগরাজের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী, ক্যামেরাবন্দি হল কোন দৃশ্য?
Updated: 19 Jan 2025, 05:42 PM IST
Sritama Mitra
উত্তর প্রদেশের প্রয়াগরাজে আয়োজিত কুম্ভমেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায় রবিবার। যদিও ঘটনার সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত দমকল পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ফেলে। এদিন প্ররয়াগরাজের আকাশে দেখা যায় কালো ধোঁয়ার কুণ্ডলী। কয়েক কোটি মানুষের সমাহার রয়েছে কুম্ভমেলায়। সেখানে এমন ঘটনা ঘিরে স্বভাবতই চাঞ্চল্য তৈরি হয় প্রাথমিকভাবে।