বাংলা নিউজ >
দেখতেই হবে >
Videos: দেশের প্রথম প্রাইভেট ট্রেন সার্ভিস চালু হয়ে গেল! রয়েছে কী কী ব্যবস্থা?
Updated: 15 Jun 2022, 05:57 PM IST
লেখক Sritama Mitra
চালু হয়ে গেল দেশের প্রথম প্রাইভেট ট্রেন সার্ভিস। ক...
more
চালু হয়ে গেল দেশের প্রথম প্রাইভেট ট্রেন সার্ভিস। কোয়েম্বাটুর থেকে শিরডি পর্যন্ত এই ট্রেন যাত্রা করছে। এদিনই তামিলনাড়ুর কোয়েম্বাটুরে এই ট্রেন সফর শুরু করে। 'ভারত গৌরব' নামের স্কিমের আওতায় এই ট্রেন সফর শুরু করে। ট্রেনের সফরে থাকবে একাধিক ঐতিহাসিক এলাকা। প্রাীয় ১৫০০ যাত্রী এই ট্রেনে সফর করতে পারবেন। রয়েছে ২০ টি কোচ। রয়েছে ফার্স্ট এসি, সেকেন্ড ও থার্ড এসি কোচ। এছাড়াও থাকছে স্লিপার কোচ। এই ট্রেনটিকে রেল ২ বছরের জন্য সার্ভিস প্রোভাইডারের কাছে লিজ দিয়েছে। প্রতি মাসে ৩ টি ট্রিপ করবে ট্রেন।