বাংলা নিউজ > দেখতেই হবে > Video: পথশিশুদের নিয়ে মনে মনে কোন স্বপ্ন বুনছেন উচ্চমাধ্যমিকে প্রথম আদিশা?

Video: পথশিশুদের নিয়ে মনে মনে কোন স্বপ্ন বুনছেন উচ্চমাধ্যমিকে প্রথম আদিশা?

কোচবিহারের শনিদেবী জৈন হাইস্কুলের অদিশা দেব শর্মা ... more

কোচবিহারের শনিদেবী জৈন হাইস্কুলের অদিশা দেব শর্মা উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন। মাধ্যমিকের থেকে উচ্চমাধ্যমিকে বেশি কেন ভাল ফল কীভাবে হল? প্রশ্নের উত্তরে অকপট আদিশা বলছেন, তিনি পছন্দের বিষয় পেয়ে যাওয়াতেই এমন ভাল ফলাফল। তিনি বরাবরই আত্মবিশ্বাসী ছিলেন যে ভাল রেজাল্ট হবেই। তবে এতটা ভাল হবে ভাবেননি। টিউশন বাদ দিয়ে তিন থেকে চারঘণ্টা পড়তেন আদিশা। বলছেন, তাঁর গৃহশিক্ষক ছিলেন ৯ জন। আর তাঁদের সঙ্গে অভিভাবকদের প্রেরণা ও স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উৎসাহেই এই ভাল ফলাফল। সবমিলিয়ে কোচবিহারের দিনহাটার দেবশর্মা পরিবারের মেয়ের এই অসামান্য সাফল্যে বাড়িতে আজ উৎসব।