Updated: 04 Feb 2025, 11:15 PM IST
Laxmishree Banerjee
জলপাইগুড়ির তিস্তা থেকে ঝাঁকে ঝাঁকে মাছ উঠে আসছে। খবর চাউর হতেই মাছ ধরতে হিড়িক পড়ে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ তিস্তার জলে কেউ বিষ ঢেলে দিয়েছে। সে কারণেই এইভাবে একের পর এক বিভিন্ন প্রজাতির নদীয়ালি মাছ মারা যাচ্ছে।