বাংলা নিউজ >
দেখতেই হবে >
Ramkrishma Mission Attack: রামকৃষ্ণ মিশনে হামলায় ধৃত ৫, অধরা মূল অভিযুক্ত প্রদীপ রায়কে নিয়ে প্রশ্ন উঠতেই পুলিশ কী বলছে?
Updated: 22 May 2024, 08:00 PM IST
Sritama Mitra
ঘটনা ছিল ১৯ মে রাতের। সেদিন শিলিগুড়ির শালুগাড়ায় রামকৃষ্ণ মিশনের আশ্রমে হামলা চালানো হয়। অভিযোগ ছিল প্রদীপ রায়ের বিরুদ্ধে। অভিযোগ ছিল আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে হামলা চালানো হয়েছে। ছিল বেশ কয়েকজন দুষ্কৃতী। এর পর ভক্তিনগর থানায় অভিযোগ জানায় রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। তার দেড় ঘণ্টা পরে পালটা মহারাজদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করে প্রদীপ। প্রশ্ন উঠছে, থানায় এসে প্রদীপ অভিযোগ দায়েরের পরও কীভাবে সে অধরা রয়েছে? মুখ খুলেছে পুলিশ। প্রশ্ন উঠেছে জমির মালিকানা নিয়ে। সাংবাদিকদের প্রশ্ন যেতেই শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার দীপক সরকার বলেন...। এদিকে, প্রদীপের অভিযোগের ভিত্তিতে স্বামী অক্ষয়ানন্দ মহারাজের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে। অন্যদিকে, এই হামলার ঘটনায় বুধবার ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রদীপের দাবি, ওই জমি টুকা সিং নামে এক নিঃসন্তান ব্যক্তির। তিনি দিয়েছিলেন তা বিদ্যেশ্বরী রায়কে। বিদ্যেশ্বরী রায়ের ছেলে প্রদীপ। যিনি এই হামলার ঘটনায় অভিযুক্ত। আদালতের নথি বলছে, জমিটি টুকা সিং বিক্রি করেছিলেন। তাঁর থেকে জমি কেনেন হরদয়াল সিং গিল। তাঁর কাছ থেকে জমি কিনে এসকে রায় তাঁর সম্পত্তি ও জমি রামকৃষ্ণ মিশনকে দেন।