বাংলা নিউজ >
দেখতেই হবে >
কর্ণাটকে সমুদ্রে 'ফ্লোটিং ব্রিজ' উদ্বোধনের পর ভাসতে না ভাসতেই গেল টুকরো হয়ে!
Updated: 10 May 2022, 03:14 PM IST
লেখক Sritama Mitra
১০০ মিটার দীর্ঘ এই ফ্লোটিং ব্রিজ অনুভূতি দিতে পারত...
more
১০০ মিটার দীর্ঘ এই ফ্লোটিং ব্রিজ অনুভূতি দিতে পারত সমুদ্রে হেঁটে চলার সমান! এমনভাবেই অনেকে বর্ণনা করেছিলেন কর্ণাটকের মালপে বিচের ফ্লোটিং ব্রিজকে। সদ্য ৬ মে তার উদ্বোধন হয়। আর ৯ মে ব্রিজের অংশ টুকরো হয়ে ইতিউতি পড়ে থাকতে দেখা যায়। এলাকার বিধায়ক রঘুপতি ভাটের হাতে উদ্বোধন হয়েছিল এই ব্রিজ। মনে করা হয়েছিল এই ব্রিজই হবে এলাকার পর্যটনের আকর্ষণের কেন্দ্র। একে স্থানীয় যুব সমাজের আয়ও বাড়বে বলে মনে করা হয়েছিল। তবে শেষপর্যন্ত উঠে এল এই ছবি।