বাংলা নিউজ >
দেখতেই হবে >
প্রবল বর্ষণে জলযন্ত্রণা ত্রিপুরার, পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা
Updated: 22 Aug 2024, 10:00 PM IST
Laxmishree Banerjee
ত্রিপুরার আগরতলায় ভারী বর্ষণের কারণে শহরের অনেক এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। টানা বৃষ্টিতে রাস্তাঘাট জলের তলায় তলিয়ে গিয়েছে। যার কারণে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। নীচু এলাকায় জল ঢুকেছে, স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। আরও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই জনগণকে কোনও জরুরি কাজ ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার এবং প্রশাসনের জারি করা সতর্কতা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মানিক সাহা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখে জানিয়েছেন, রাজ্য সরকার সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে এবং শীঘ্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।