Updated: 03 Feb 2025, 11:12 PM IST
Laxmishree Banerjee
২০২৫ সালের মহাকুম্ভের এই শেষ অমৃত স্নান, আরও বিশেষ করে তুলল কর্তৃপক্ষ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে স্বর্গীয় মুহূর্ত। বসন্ত পঞ্চমী উপলক্ষ্যে ভক্তদের ‘অমৃত স্নানের’ সময় আকাশ করা হল 'পুষ্প বৃষ্টি'। প্রযুক্তির হাত ধরে হেলিকপ্টার থেকেই ভক্তদের উপর ফুলের পাপড়ি বর্ষণ করা হয়েছে।