Updated: 14 May 2022, 10:49 PM IST
লেখক Sritama Mitra
জম্মুর উধমপুরের কাশানারি জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ডের... more
জম্মুর উধমপুরের কাশানারি জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে। ক্রমেই সেখানে ছড়িয়ে যাচ্ছে আগুন। ঘটনাস্থলের আশপাশে এগিয়ে যেতে পারছে না দমকল। কারণ ওই জঙ্গল এলাকা পাহাড়ি উপত্যকার। সেখানে ভালভাবে নেই রাস্তা সংযোগ। সেখানে সহজে দমকলের ছুটে যাওয়া খানিকটা চ্যালেঞ্জিং। ফলে ক্রমেই ছড়িয়ে যেতে শুরু করেছে আগুন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে খবর। তবে কোথা থেকে এই রহস্যময় অগ্নিকাণ্ড ঘটে গিয়েছে তা নিয়ে রয়েছে জল্পনা।