Updated: 12 Aug 2022, 10:45 PM IST
লেখক Sritama Mitra
এই দৃশ্য তামিলনাড়ুর কোয়েম্বাটুরের। সেখানে ভিক্টোর... more
এই দৃশ্য তামিলনাড়ুর কোয়েম্বাটুরের। সেখানে ভিক্টোরিয়া টাউন হল সেজে উঠেছে তিরঙ্গা পাতাকার রঙে। ইতিমধ্যেই দেশ জুড়ে শুরু হয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ব্যাপক উদযাপনের সমারোহ। দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই উদযাপন শুরু হয়েছে। আর সেই কারণেই 'হর ঘর তিরঙ্গা'র আহ্বানে দেশের বিভিন্ন জায়গায় জাতীয় পতাকার তিন রঙের আলোয় আলোকিত নানান সৌধ। দেশের উত্তর প্রান্তে জম্মু ও কাশ্মীরের বুকেও একই ছবি। শ্রীনগরের ডাল লেক-এ সমস্ত শিকারায় লাগানো হয়েছে দেশের জাতীয় পতাকা। আর সেই তিরঙ্গা নিয়ে ঘোরাফেরা করছে বহু শিকারা। কার্যত দেশের উত্তর থেকে দক্ষিণ স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।