Updated: 08 Mar 2025, 08:01 PM IST
লেখক Ranita Goswami
#fugla #radhikakarmakar #baghamama #duggamaṇi টেলিভিশনের পর্দার হাজির 'দুগ্গামণি ও বাঘমামা'র গল্প। এই সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্র 'দুগ্গামণি'র ভূমিকায় দেখা যাচ্ছে শিশুশিল্পী রাধিকা কর্মকারকে। আরও একটা চরিত্রে দেখা যাচ্ছে, জনপ্রিয় ইউটিউবার 'ফুগলা'কে। কিন্তু শ্যুটিংয়ের ফাঁকে খোশ মেজাজে নিজেদের মধ্যে আড্ডায় মজতে দেখা গেল এই দুই খুদে শিল্পীকে।কী আড্ডা চলছিল এই দুই খুদের মধ্যে?তাঁদের আলোচনা শুনলে চমকে যেতে হয় বৈকি।শুরু একজন অপরকে জিগ্গেস করে, বুলেট বাইক নিয়ে এসেছো তুমি। উত্তরে রাধিকা বলে, বুলেট নয়, কালো রঙের কোনও এক গাড়ির কথা। এরপর ফুগলা তাকে বলে, বাবা! কত গাড়ি…। মাহিন্দ্রা থার, কেটিএম… কত গাড়ি। ফের ফুগলা রাধিকাকে বলে, ‘আমি ল্যাম্বরগিনি কিনব,’ রাধিকা পাল্টা বলে, ‘আমার তো কবে কেনা হয়ে গিয়েছে…।’