বাংলা নিউজ > দেখতেই হবে > Video: সুনক দম্পতির সঙ্গে খোশ মেজাজে মোদী, শাড়িতে নজর কাড়লেন কিশিদা-পত্নী! G20 নৈশভোজের হাইলাইটস

Video: সুনক দম্পতির সঙ্গে খোশ মেজাজে মোদী, শাড়িতে নজর কাড়লেন কিশিদা-পত্নী! G20 নৈশভোজের হাইলাইটস

দিল্লির ভারত মণ্ডপমে শনিবার রাত ছিল চাঁদের হাট। জি২০ শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে সেখানে রাজকীয় নৈশভোজের আয়োজন ছিল। এই নৈশভোজ ছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তরফে। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সেখানে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদী। অভ্যাগতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় রাষ্ট্রপতি মুর্মুকে। আলাদা করে নজর কাড়েন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার স্ত্রী। তিনি সবুজ শাড়িতে ভারতীয় বেশে সকলকে তাক লাগিয়ে দেন। এদিন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক ও তাঁর স্ত্রী অক্ষতাও কেড়েছেন নজর। সুনক দম্পতির সঙ্গে বেশ খোশ মেজাজে কথা বলতে দেখা যায় নরেন্দ্র মোদীকে। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘিরে ছিল লাইমলাইট। নজর কেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।