Video: জি ২০-র সভাপতিত্ব পেল ভারত! বালিতে বিশেষ আয়োজনে সম্পন্ন হল হস্তান্তর পর্ব
Updated: 17 Nov 2022, 07:47 PM ISTসদ্য G20 সম্মেলনে দু'দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয়েছে। আর ঐতিহ্য মেনে সেখানে হস্তান্তর করা হল সভাপতিত্বভার। পরবর্তী যে দেশ এর সভাপতিত্ব করবে সেদেশের রাষ্ট্রনেতার হাতে এই মর্যাদা হস্তান্তরিত হয় নির্দিষ্ট নিয়মে। সেই মতো ইন্দোনেশিয়ার বালিতে এই সভাপতিত্বের হস্তান্তর করা হল নরেন্দ্র মোদীর হাতে। কারণ ভারত পরবর্তী জি ২০ সম্মেলনের সভাপতিত্ব করবে। বালিতে বুধবারের বিশেষ আয়োজনে এই হস্তান্তর প্রক্রিয়া হল। মূলত, এই জি ২০ বিশ্বের বেশ কয়েকটি দেশের সমন্বয়ে তৈরি হয়েছে। জি ২০ গোষ্ঠীভূক্ত দেশ হল আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া। এছাড়াও রয়েছে, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব। রয়েছে দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ব্রিটেন, আমেরিকা। ২০তম সদস্য ইউরোপিয়ান ইউনিয়ন। এই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে এবার পরবর্তী জি ২০র সভাপতিত্ব করতে চলেছে ভারত।