বাংলা নিউজ >
দেখতেই হবে >
Modi Meloni G7 Video: করমর্দন নয়, করজোড়ে নমস্কার করে মোদীকে স্বাগত জানালেন মেলোনি! ইতালিতে জি ৭ ঘিরে উঠে এল কোন ছবি?
Updated: 14 Jun 2024, 07:35 PM IST
Sritama Mitra
জি ৭ এর সম্মেলনে ‘আউটরিচ’ দেশ হিসাবে যোগ দিয়েছে ভারত। ইতালিতে আয়োজিত এই অনুষ্ঠানে সেদেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আমন্ত্রণে সাড়া দিয়ে সেদেশে পৌঁছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীকে সেখানে সাদরে অর্ভ্যর্থনা জানান জর্জিয়া মেলোনি। করমর্দন নয়, বরং মেলোনিকে দেখা গেল হাত জোড় করে নমস্কার জানিয়ে তিনি মোদীকে স্বাগত জানাচ্ছেন। উল্লেখ্য, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, জার্মানি, ইটালি, জাপান এই সাত দেশ জি৭এর অন্তর্ভূক্ত। ভারত এর অন্তর্ভূক্ত না হলেও, ইতালির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নরেন্দ্র মোদী সেখানে পৌঁছেছেন।