বাংলা নিউজ >
দেখতেই হবে >
বৈরিতা ভুলে শাহরুখকে জড়িয়ে ধরলেন সানি, সলমন-রাজকুমার-বরুণ সহ কারা ছিলেন গদর ২-র সাকসেস পার্টিতে?
Updated: 03 Sep 2023, 07:07 PM IST
লেখক Subhasmita Kanji
শনিবার, ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল গদর ২ -র সাকসেস পার্টি। সানি দেওকী ছবি দেখতে দেখতে প্রায় ৫০০ কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে। আর সেই উপলক্ষ্যে এদিনের অনুষ্ঠানে শাহরুখ খান থেকে শুরু করে সলমন খান, বরুণ ধাওয়ান, কার্তিক আরিয়ান, রাজকুমার রাও, সঞ্জয় দত্ত সহ কে না এসেছিলেন!