বাংলা নিউজ > দেখতেই হবে > তেলাঙ্গানায় গণেশের পুজোয় মহম্মদ সিদ্দিকি! আয়োজন নিয়ে কী বলছেন তিনি?

তেলাঙ্গানায় গণেশের পুজোয় মহম্মদ সিদ্দিকি! আয়োজন নিয়ে কী বলছেন তিনি?

এই ছবি তেলাঙ্গানার । তেলাঙ্গানায় এক ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তি গণেশের মূর্তি বসিয়ে তাঁর পূজার্চনা করছেন। তেলাঙ্গানায় সাম্প্রদায়িক ঐক্যের এই ছবি বেশ সাড়া ফেলেছে।তেলাঙ্গানার রামনগরের বাসিন্দা মহম্মদ সিদ্দিকি ও তাঁর বন্ধুরা এই গণেশের পুজো করছেন।গোটা প্যান্ডেল সাজিয়ে তোলা হয়েছে নানা রকমের আলোয়। ২৫১ কেজির লাড্ডু দিয়ে এই পুজো সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। এমন ছবি দেশের বহু জায়গায় দেখা গিয়েছে। কানপুরের রামনারায়ণ বাজার এলাকায় গণেশ মন্দির কমিটি পুজোর আয়োজন করছে ৩৪ বছর ধরে। এই গণপতির পুজোয় সর্বধর্মের মানুষ সমান তালে অংশ নেন।