Ganesh Chaturthi 2023: ২.৬ কোটির নোট, ৫২.৫০ লাখের কয়েনে সাজল গণেশ-মন্দির চত্বর! নজর কাড়ছে বেঙ্গালুরু
Updated: 18 Sep 2023, 05:31 PM ISTএই ছবি বেঙ্গালুরুর শ্রী সত্যগণেশ মন্দিরের। সেখানে ২.৬ কোটির নোট ও ৫২.৫০ লাখের কয়েন দিয়ে সাজানো হয়েছে এই মন্দিরে গণেশের মণ্ডপ। প্রতি বছরই এখানে বিশেষভাবে দেব-মূর্তি সাজানোর রীতি রয়েছে। মন্দির চত্বরের সজ্জায় ব্যবহার হয়েছে, ১০,২০ ৫০ টাকার নোট। এছাড়াও ব্যবহার হয়েছে ১০০, ২০০, ৫০০ টাকার নোট। সঙ্গে রয়েছে কয়েনের সজ্জা। সবমিলিয়ে বেঙ্গালুরুর জেপি নগরের শ্রী সত্য সাঁই গণপতি মন্দির কাড়ছে নজর।