Video: গঙ্গাবিলাস নদীর বুকে দীর্ঘতম ক্রুজ, জলে যেন চলমান পাঁচতারা হোটেল! খরচ কত, কী কী সুবিধা?
Updated: 13 Jan 2023, 11:22 PM ISTমহা ধুমধাম সহকারে উদ্বোধন হল এমভি গঙ্গাবিলাস ক্রুজের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন এই ক্রুজের উদ্বোধন করেন। নানান ধরনের বিলাসের সমারোহ নিয়ে এই ক্রুজ বারাণসী থেকে যাচ্ছে ডিব্রুগড়ে। নদীর বুকে বিশ্বের সবচেয়ে দীর্ঘ ক্রুজ হিসাবে উঠে আসছে এই 'গঙ্গাবিলাস'। এদিন উদ্বোধনের আগে বারাণসীতে উৎসবের সমারোহ দেখা যায়। ৫১ দিনের জলপথের এই যাত্রায় প্রতি যাত্রী পিছু মোট খরচ ২০ লাখ টাকা। প্রতিদিন হিসাবে খরচ, ২৫ হাজার টাকা থেকে ৫০ হাজারের মধ্যে। প্রথম যাত্রা করছেন কয়েকজন সুইস নাগরিক। এই প্রমোদতরীতে রয়েছে স্পা জিম থেকে নয়েজ কন্ট্রোল। ক্রুজ ৬২ মিটার লম্বা ১২ মিটার চওড়া। এই ৫১ দিনের সফরে যাত্রীরা ২০টিরও বেশি পর্যটনকেন্দ্র দেখতে পাবেন। এই ক্রুজের জন্য বারাণসীতে তৈরি হয়েছে টেন্ট সিটি। সেই বিশেষ টেন্ট সিটিরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। টেন্ট সিটিতে ব্যবস্থা করা হয়েছে যাত্রীদের জন্য কিছু অনুষ্ঠানের।