বাংলা নিউজ >
দেখতেই হবে >
Jeet Adani Marries Diva Shah Video: হল মালাবদল! দিভার সঙ্গে বিয়ের বাঁধনে আবদ্ধ আদানি-পুত্র জিৎ
Updated: 07 Feb 2025, 11:53 PM IST
Sritama Mitra
ভারতের অন্যতম ধনকুবের শিল্পপতি গৌতম আদানির কনিষ্ঠ পুত্র জিৎ আদানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দিভা শাহ। আমেদাবাদে আদানিদের টাউনশিপ শান্তিগ্রামে এই বিয়ের আয়োজন ছিল। জানা গিয়েছে, এই সমারোহ আদানি ও শাহ পরিবার একান্ত ব্যক্তিগত রেখেছিল। বিয়ের আসরে ৩০০ অতিথি আমন্ত্রিত ছিলেন বলে খবর।