বাংলা নিউজ >
দেখতেই হবে >
Modi listens German Singer's Song: টেবিলে তাল দিলেন মোদী! জার্মানির শিল্পীর কণ্ঠে ‘অচ্যুতম কেশবম..’ শুনে মুগ্ধ PM
Updated: 27 Feb 2024, 07:24 PM IST
Sritama Mitra
জার্মানির গায়িকা ক্যাসান্ড্রা স্পিটম্যানের গানের কথা আগেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর 'মন কি বাত' অনুষ্ঠানে নরেন্দ্র মোদী এই বিশেষভাবে সক্ষম গায়িকার ভূয়সী প্রশংসা আগেও করেছেন। এবার মোদীর সঙ্গে সাক্ষাতে ক্যাসান্ড্রা। তিনি গাইলেন,'অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম'। আর তা শুনতে শুনতে তাল মেলালেন মোদীও। ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল।