Updated: 13 Dec 2024, 03:00 AM IST
Laxmishree Banerjee
দোলনায় উঠে রিল ও সেলফি তোলার জের। বড়সড় দুর্ঘটনায় আহত দুই৷ বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠের মিলনমেলায়৷ জানা গিয়েছে, এন্ট্রি ফি দিয়ে এই মেলা দেখতে আসেন সাধারণ মানুষ৷ এদিন বারুইপুরেরই বাসিন্দা লক্ষ্মী রায় ও প্রতিবেশী কিশোরী আজমিরাপ পরিবারের অন্যান্যদের সঙ্গে এসেছিলেন৷ পরিবারের অন্যান্যরা না উঠলেও নাগরদোলায় উঠেছিলেন তাঁরা ৷ বলা হচ্ছে, নাগরদোলা চলাকালীনও মোবাইলে রিলস-সেলফি তুলছিলেন৷ তার জেরেই সামনে থাকা রড কোনোভাবে খুলে গিয়ে, উপর থেকে নিচে নামার সময় বড় দুর্ঘটনা ঘটে৷ এই ঘটনায় দুই আহত মহিলাকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেও সুরাহা হয়নি। খবর, আশঙ্কাজনক অবস্থায় এখন কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁদের। বলা বাহুল্য, ঘটনায় নিরাপত্তাহীনতার অভিযোগ উঠলেও, তা অস্বীকার করেছে মেলার কর্মকর্তারা৷ কীভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ৷