Updated: 06 Sep 2023, 08:58 PM IST
Sritama Mitra
সপ্তাহান্তে রয়েছে হাইভোল্টেজ জি২০ বৈঠক। একাধিক দেশের অতিথিরা দিল্লিতে সেই উপলক্ষ্যে জড়ো হতে শুরু করেছেন। তাবড় অতিথিদের তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এরমধ্যে দিল্লি পেশ করল সেই সমস্ত সোনা রুপোর বাসন, যাতে পরিবেশন করা হবে দেশবিদেশের তাবড় অতিথিতে খাবার।