বাংলা নিউজ >
দেখতেই হবে >
Train without driver video: ট্রেনে ছিলেন না চালক! ঘণ্টায় ১০০ কিমি গতিতে দৌড়ল মালগাড়ি, ভিডিয়োয় দেখে নিন পরিস্থিতি
Updated: 25 Feb 2024, 07:21 PM IST
Sritama Mitra
জম্মু ও কাশ্মীরের কাঠুয়া থেকে পাঠানকোটগামী এক মালগাড়িকে ঘিরে ভয়াবহ কাণ্ড ঘটে রবিবার। মালগাড়ির চালক ট্রেন থেকে নেমে চা খেতে গিয়েছিলেন বলে খবর। তখনই তীর গতিতে ছুটতে থাকে ট্রেন। ট্রেনের গতি তখন ঘণ্টায় ১০০ কিলোমিটার, আর তা এইভাবে চালক ছাড়া ৮৪ কিলোমিটার দৌড়য়। শেষে পঞ্জাবের মুকেরিয়াতে এই ট্রেনকো রোখা হয়।