বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video:দার্জিলিংয়ে ছুটি কাটাতে সস্ত্রীক গোবিন্দা! স্থানীয়দের সঙ্গে জমালেন আড্ডা
Updated: 30 Mar 2022, 10:48 PM IST
লেখক Sritama Mitra
দার্জিলিংয়ে ছুটি কাটাতে এলেন সস্ত্রীক গোবিন্দা। শৈলশহরে তিনি প্রায়ই আসেন। আর বলিউড সুপারস্টারের উপস্থিতিকে কেন্দ্র করে নতুন দেখা গেল স্থানীয়দের ভিড় জমতে। চেনা হাসিমুখ ধরে রেখে সকলের সঙ্গে কথা বলেন গোবিন্দা। আবদার রাখেন ফটোগ্রাফের! এরই মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিল্ম নিয়েও মুখ খোলেন বলিউডের 'হিরো নম্বর ওয়ান'।