বাংলা নিউজ >
দেখতেই হবে > Hangsheshwari temple:পদ্মে অধিষ্ঠীত এই দেবীমূর্তি কাঠের তৈরি, হংসেশ্বরী মন্দিরের মা রাজবেশে সজ্জিত হন একদিনই? কবে জানেন?
Hangsheshwari temple:পদ্মে অধিষ্ঠীত এই দেবীমূর্তি কাঠের তৈরি, হংসেশ্বরী মন্দিরের মা রাজবেশে সজ্জিত হন একদিনই? কবে জানেন?
Updated: 31 Oct 2024, 02:12 PM IST Sritama Mitra, Satyen Pal বাঁশবেড়িয়া স্টেশনে নেমে টোটোতে কিম্বা অটোতে পৌঁছে যাওয়া যায় হুগলির বিখ্যাত হংসেশ্বরী মন্দিরে। এই মন্দির নিয়ে নানান কাহিনি বর্ণিত রয়েছে। হংসেশ্বরী মন্দিরের ইতিহাসও গায়ে কাঁটা দেওয়ার মতো। দেবী মূর্তি এখানে কাঠের। শিবের নাভি থেকে উত্থিত পদ্মে এখানে অধিষ্ঠীত দেবী। হংসেশ্বরী মন্দিরের মূর্তি হচ্ছে কালীমূর্তি। হংসেশ্বরী কালী। আত্মা ও জ্ঞানের যিনি ঈশ্বরী তিনি হংসেশ্বরী। বছরের অন্যান্যদিন তিনি শান্তমূর্তি। মহাকালের হৃদয় থেকে দেবী উদ্ভাসিত, বলছেন এখানের পুরোহিত বসন্ত কুমার চট্টোপাধ্যায়। বসন্ত কুমার চট্টোপাধ্যায় মন্দির নিয়ে কী বললেন? মন্দিরে কালীপুজো নিয়ে কী বললেন পুরোহিত। কালীপুজোর দিন, রাত সাড়ে ৭টায় পুজো শুরু হওয়ার কথা। পুষ্পাঞ্জলি রাত ১০টায়। সাড়ে ১০টায় ভোগ নিবেদন। রাত ১১টায় ভোগ বিতরণ। রাত ১১টায় লাইনে দাঁড়িয়ে ভোগ নেওয়ার পর্ব শুরু হয়।