বাংলা নিউজ > দেখতেই হবে > নানকানা সাহিব গুরুদ্বারে হামলা পাক কট্টরপন্থীদের, দেখুন ভিডিও

নানকানা সাহিব গুরুদ্বারে হামলা পাক কট্টরপন্থীদের, দেখুন ভিডিও

ভারতে সংখ্যালঘুদের সমস্যা নিয়ে টুইটারে সবসময় চিন... more

ভারতে সংখ্যালঘুদের সমস্যা নিয়ে টুইটারে সবসময় চিন্তিত পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু নিজের দেশে যে সংখ্যালঘুদের ন্যূনতম অধিকার নেই, সেই নিয়ে কোনও খেয়াল নেই তাঁর। এদিন পাকিস্তানে সংখ্যালঘুদের করুণ দশা আবার বেআব্রু হয়ে গেল নানকানা সাহিবের হামলার ভিডিও থেকে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিও। সেখানে দেখা যাচ্ছে কিছু কট্টরপন্থী ধর্মালম্বী মানুষ পবিত্র গুরুদ্বারকে ঘিরে ধরেছেন, ইট বৃষ্টি করছেন ও সেটা রীতিমত দখল করার পরিকল্পনাও করছেন। এই জনতাকে নেতৃত্ব দিচ্ছিল একজন ব্যক্তির পরিবার, যার বিরুদ্ধে অভিযোগ তিনি জোর করে এক শিখ মহিলার ধর্মান্তকরণ করেছেন। ভারত সরকার নানকানা সাহেবে হওয়া আক্রমণের তীব্র প্রতিবাদ করেছে।