Updated: 15 Nov 2024, 06:11 PM IST
Laxmishree Banerjee
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, দীপাবলির পনের দিন পর কার্তিক মাসের পূর্ণিমা রাতে দেব দীপাবলি পালন করা হয়। সময় মেনে সেই নিয়ম অনুযায়ী, ১৫ নভেম্বর পালিত হচ্ছে দেব দীপাবলি। দেব দীপাবলিতে আলোয় আলোকিত হয়ে উঠেছে উত্তরাখণ্ডের হরিদ্বার। প্রদীপের আলোয় ঝলমল করছে হর কি পৌরি। উত্তরপ্রদেশের বারাণসীতেও উপচে পড়ছে ভক্তের ঢল।