বাংলা নিউজ >
দেখতেই হবে >
Hina Khan: শরীরে ভীষণ ব্যাথা! তবু ক্ষত ঢেকে মাথায় পরচুলা পরে ফটোশ্যুটে হিনা খান
Updated: 15 Jul 2024, 08:46 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
#hinakhan #photoshoot #cancer অসুস্থতা থাকলেও স্বাভাবিক জীবনে ফিরে আসতে বধ্য পরিকর তিনি। কাজে যে তাঁকে ফিরতেই হবে। এই ভাবনা নিয়েই ফের কাজে যোগ দিলেন হিনা খান। যদিও এখনও তাঁর বেশ কয়েকটি কেমো সেশন বাকি রয়েছে। বাড়িতে বসেই মেকআপ করে, পরচুলা পরে কাজের জন্য প্রস্তুতি নিতে দেখা গেল হিনাকে। সেই ভিডিয়োই পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে, মেকআপ দিয়ে হিনার ক্ষত ঢাকার চেষ্টা করছেন রূপটান শিল্পী। ব্যাথার জায়গায় হাত পরতেই উফঃ উফঃ করে স্বল্প চেঁচিয়ে উঠলেন হিনা। বললেন, ‘এটা প্রথম কেমো নেওয়ার পর আমার প্রথম ফটোশ্যুট। ক্ষত যতটা সম্ভব ঢাকার চেষ্টা করা হচ্ছি। অল্প নার্ভাসও বটে।’ __________________________________________________________________ ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন: https://www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন: https://twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন: https://www.instagram.com/htbangla/?hl=en