Updated: 07 May 2022, 10:02 PM IST
লেখক Sritama Mitra
হিজবুল মুজাহিদ্দিনের ৩ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে ... more
হিজবুল মুজাহিদ্দিনের ৩ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে কাশ্মীরে। উপত্যকায় হিজবুলের মতো জঙ্গি সংগঠনে সবচেয়ে বেশি দিন জীবিত কমান্ডার আশরফ। জঙ্গি আশরফ মৌলবীকেও সদ্য নিকেশ করেছে সেনা বাহিনী। কার্যত উপত্যকার ত্রাস হয়ে উঠছিল এই আশরফ। আশরফের সঙ্গে আরও ২ জনকে এনকাউন্টারে নিকেশ করে সেনা। এই এনকাউন্টারের আগে একটি তল্লাশি অভিযান চলেছে অনন্তনাগ এলাকায়। সেখানেই এই সাফল্য উঠে আসে ভারতীয় সেনার তরফে। পুলিশ জানিয়েছে, জঙ্গিরা গা ঢাকা দিয়ে সেনার ওপর গুলি চালায় প্রথমে। এরপর পাল্টা সেনা তাদের তাক করে গুলি চালায়। দুইপক্ষের গুলির লড়াইতে মৃত্যু হয় ৩ জঙ্গির। মৃতদের মধ্যে ছিল কুখ্যাত আশরফ মৌলবী। কয়েকদিন পরই শুরু হবে অমরনাথ যাত্রা। তার আগে যেই যাত্রাপথেই মাঝেই এই এনকাউন্টারের ঘটনা ঘটে যায়। এই বছরের শুরু থেকেই একাধিক এনকাউন্টারের ঘটনা ঘটেছে উপত্যকায়। তার জেরে বহু পাকিস্তানি জঙ্গির মৃত্যু হয়েছে।