বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ঠিক কী ঘটেছে? কী জানাল রেল, কী বলছে ওড়িশা প্রশাসন?
Updated: 03 Jun 2023, 12:42 AM IST
লেখক Sritama Mitra
ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। গুরুতর আহতদের পরিবারকে ২ লাখ । অল্প আঘাতগ্রস্তদের পরিবারকে ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে। প্রশ্ন উঠছে কীভাবে ঘটেছে এই দুর্ঘটনা তা নিয়ে। জানা যাচ্ছে, তিনটি ট্রেন এই দুর্ঘটনার শিকার। রেলের মুখপাত্র অমিতাভ শর্মা কী জানিয়েছেন দেখা যাক। এদিকে ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জেনা এই নিয়ে মুখ খুলেছেন। এই ভয়াবহ দুর্ঘটনা নিয়ে কাটছে না আতঙ্কের প্রহর।