Metro Video: যাত্রা শুরুর আগে এভাবে 'স্নান' করে কলকাতা মেট্রোর রেক! দেখুন কীভাবে ধোয়া হয়
Updated: 07 Sep 2023, 11:41 PM ISTনিত্যদিনের অফিসে যাতায়াত তো করেন মেট্রো দিয়েই। আপনি যখন বাড়িতে তৈরি হতে থাকেন অফিসে রওনা হওয়ার জন্য, তখন মেট্রো ট্রেনের রেকও কিন্তু নিজেকে প্রস্তুত করে সারা দিনের সফরের জন্য। আর সারা দিনের লড়াইয়ের আগে সে এইভাবে 'স্নান' করে! সদ্য 'মেট্রো রেলওয়ে কলকাতা'র তরফে এই ভিডিয়ো পোস্ট করে জানান দেওয়া হয়, কীভাবে মেট্রোর রেকগুলিকে প্রতিদিন ধুয়ে তারপর তা চালু করা হয়।