Updated: 06 May 2022, 10:11 PM IST
লেখক Sritama Mitra
দিল্লি থেকে ধৃত বিজেপি নেতা তাজিন্দর বাগ্গাকে নিয়ে... more
দিল্লি থেকে ধৃত বিজেপি নেতা তাজিন্দর বাগ্গাকে নিয়ে পঞ্জাব পুলিশ রওনা হয়েছিল মোহালির পথে। মাঝরাস্তায় হরিয়ানার বুকে পঞ্জাব পুলিশের রাস্তা রুখে দেয় হরিয়ানা পুলিশ। সেখান থেকে ধৃত তাজিন্দর বগ্গাকে নিয়ে কুরুক্ষেত্র থানায় নিয়ে যাওয়া হয়। আর কুরুক্ষেত্র থানায় তখন উপস্থিত ছিলেন দিল্লি পুলিশের কর্তারা। দিল্লি পুলিশ ফের একবার ফিরিয়ে নিয়ে আসে তাজিন্দর বাগ্গাকে। উল্লেখ্য, দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে হুমকি দেওয়ার অভিযোগে আপ শাসিত পঞ্জাবের পুলিশ দিল্লিতে তাজিন্দরকে গ্রেফতার করে। এরপর গেরুয়া শিবির শাসিত রাজ্য হরিয়ানার পুলিশ তাদের রাস্তা রুখে দেয়। ততক্ষণে তাজিন্দরকে অপহরণ করার অভিযোগ দায়ের হয় দিল্লি পুলিশের কাছে। সেই মর্মে দিল্লি পুলিশ বিকেলে কুরুক্ষেত্র থেকে তাজিন্দরকে ফিরিয়ে আনে। গোটা দিন ধরে বিজেপির এই যুব নেতাকে নিয়ে কার্যত তিন রাজ্যের পুলিশি পদক্ষেপ সময়ে সময়ে নাটকীয় মোড় তুলে ধরে।