বাংলা নিউজ >
দেখতেই হবে >
কেক কেটে শ্রীকৃষ্ণের জন্মদিন হল পালন! জন্মাষ্টমীর তাক লাগানো আয়োজন এই মন্দিরে
Updated: 22 Aug 2022, 08:28 PM IST
লেখক Sritama Mitra
এই ছবি শ্রীশ্রী রাধামাধব জিউ দেবত্তর মন্দিরের। লেক রোডের এই মন্দিরে চিরাচরিত পরম্পরা মেনে সাড়ম্বরে আয়োজন হয়েছিল জন্মাষ্টমীর। সেখানে যেমন প্রথা মেনে চলেছে সন্ধ্যারতি। শ্রীকৃষ্ণ, রাধাকে সাজানো হয়েছে অপরূপ ফুলের সাজে। তেমনই সেখানে ভোগের সমারোহ ছিল দেখার মতো। বেনারসি রাবড়ি থেকে চকোলেট, রাধাবল্লভি থেকে মারওয়ারি আলুর দম ছিল ভোগের অংশ। মালপো, নারকেল নাড়ু তো ছিলই। এছাড়াও আলাদা করে নজর কেড়েছে এই মন্দিরে কেক কেটে শ্রীকৃষ্ণের জন্মদিন পালনের দৃশ্য। এছাড়াও সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন : https://www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন : https://twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন : https://www.instagram.com/htbangla/?hl=en