বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: 'ফ্যামিলি ম্যান' হিসেবে কেমন ছিলেন 'মামা' মনমোহন সিং? জানালেন কলকাতাবাসী ভাগ্নে গুরুদীপ
Updated: 28 Dec 2024, 05:24 PM IST
Sayani Rana
শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হল। মনমোহন সিং বৃহস্পতিবার রাতে নয়া দিল্লিতে ৯২ বছর বয়সে প্রয়াত হন। কিন্তু জানেন কি, এই শহর কলকাতার সঙ্গেও ছিল তাঁর পারিবারিক সম্পর্ক? কারণ কলকাতার টালিগঞ্জে তাঁর বোনের বাড়ি। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকের ছায়া তাঁর বোনের পরিবারেরও। তাঁদের সঙ্গে ঠিক কেমন সম্পর্ক ছিল মনমোহন সিংয়ের? সে কথাই ভাগ করে নিলেন ভাগ্নে গুরুদীপ সিং। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।