Updated: 10 Jun 2022, 08:21 PM IST
লেখক Sritama Mitra
দ্বিতীয়, তৃতীয় সহ উচ্চমাধ্যমিকের একাধিক কৃতী একই স... more
দ্বিতীয়, তৃতীয় সহ উচ্চমাধ্যমিকের একাধিক কৃতী একই স্কুলের। অভাবনীয় সাফল্যের খবর উঠে এল পশ্চিম মেদিনীপুরের পিংলার জলটক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনে। উচ্চমাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকারী সায়নদীপ সামন্ত এই স্কুলেরই পড়ুয়া। একই স্কুল থেকে তৃতীয় হয়েছেন, পরিচয় পারি। চতুর্থস্থানে স্কুলের তিন পড়ুয়া। সকলকে নিয়ে কার্যত পিংলার এই স্কুলে উৎসবের রেশ। গর্বে গোটা জেলা!