বাংলা নিউজ >
দেখতেই হবে >
HTLS 2022: 'ভালো প্রতিবেশীরা …', পাকিস্তান নিয়ে সোজাসাপ্টা বার্তা জয়শঙ্করের
Updated: 15 Nov 2022, 12:22 PM IST
লেখক Sritama Mitra
পাকিস্তানের সন্ত্রাস ইস্যুতে ফের একবার সরব হলেন ভারতের বিদেশমন্ত্রী এ জয়শঙ্কর। HTLS 2022 এর আয়োজনে সদ্য আমন্ত্রিত ছিলেন এস জয়শঙ্কর। HT এর এডিটর ইন চিফ সুকুমার রঙ্গনাথনের সাক্ষাৎকারে বিভিন্ন ইস্যুতে কথা বলেন তিনি। প্রসঙ্গ ওঠে পাকিস্তানের। জয়শঙ্কর সাফ ভাষায় জানান দেন যে সময় পাল্টেছে। তিনি বলেন দেশের মানুষ যা চান, সরকারও তাইই চায়। ভারত চায় পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক। তিনি সাফ ভাষায় পাকিস্তানের মতো 'প্রতিবেশী' সম্পর্কে সন্ত্রাস ইস্যুতে মুখ খোলেন।