বাংলা নিউজ > দেখতেই হবে > বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে 'ফ্ল্যাশ মব' এ তাক লাগালেন এই IAS অফিসার! 'ঢোল বাজে'র তালে চলল নাচ

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে 'ফ্ল্যাশ মব' এ তাক লাগালেন এই IAS অফিসার! 'ঢোল বাজে'র তালে চলল নাচ

কেরলের এই ডিস্ট্রিক্ট কালেক্টর অবাক করলেন সকলকে। ক... more

কেরলের এই ডিস্ট্রিক্ট কালেক্টর অবাক করলেন সকলকে। কেরলের পথনমথিট্টার ডিস্ট্রিক্ট কালেক্টর পা মেলালেন পড়ুয়াদের সঙ্গে। 'নাগাড়ে সং ঢোল বাজে' গানের তালে অসামান্য নৃত্যে মেতে উঠলেন ডক্টর দিব্যা আইয়ার। অংশ নিলেন বিশ্ববিদ্যালয়ের ফ্ল্যাশ মব-এ। প্রসঙ্গত, দিব্যা এসেছিলেন এম জি বিশ্ববিদ্যালয়ে ফেস্টিভালের প্রস্তুতি পরিদর্শন করতে। তখন নাচের প্রস্তূতি নিচ্ছিলেন পড়ুয়ারা। আর সেই সময়ই সেই নাচের তালে পড়ুয়াদের সঙ্গে মাতলেন তিনি। কাড়লেন নজর।